দীর্ঘদিন পর নতুন নাটকে সুইটি

বাংলাদেশের নন্দিত মডেল ও অভিনেত্রী তানভীন সুইটি নতুন একটি খণ্ড নাটকে অভিনয় করেছেন। চয়নিকা চৌধুরী পরিচালিত ও ফারিয়া হোসেন রচিত ‘বারান্দায় বিকেল’ শিরোনামের একটি নাটকের কাজ শেষ করেছেন তিনি। বেশ কিছুদিন বিরতির পর কোনো নাটকে অভিনয় করেছেন তানভীন সুইটি। ‘প্রাণ গুড়া মসলা’র ব্র্যান্ড অ্যাম্বাসেডরও হয়েছেন সুইটি। প্রাণ গুড়া মসলার নতুন চারটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। এরই মধ্যে বিজ্ঞাপনগুলোর শুটিং সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপনগুলো নির্মাণ করেছেন এমডি ইনহাজ উদ্দিন শোয়েব। প্রাণের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং নতুন নাটক প্রসঙ্গে তানভীন সুইটি বলেন, ‘প্রাণের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছি বেশ আগ্রহ নিয়ে। ধন্যবাদ জানাই আমাকে যারা এই কাজের সঙ্গে সম্পৃক্ত করেছেন তাদের প্রত্যেককে। এরই মধ্যে নতুন চারটি বিজ্ঞাপনের দুটো প্রচারে এসেছে। বিজ্ঞাপনে কাজ করার ভালো লাগাটা আসলে অন্যরকম। চয়নিকা দিদির নির্দেশনাতে এর আগেও নাটকে অভিনয় করা হয়েছে আমার।

ফারিয়া আপার গল্প সবসময়ই আমার কাছে ভীষণ ভালো লাগার। তিনি সবসময়ই ভীষণ যত্ন নিয়ে জীবন থেকে নাটকের গল্প রচনা করেন। এই নাটকটির গল্পও এক কথায় পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে বসে উপভোগ করার মতো।’

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ