আজ বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
বিশ্বের দূষিত শহরের তালিকায় মঙ্গলবার (২৮ জানুয়ারি) পাকিস্তানের লাহোরের অবস্থান প্রথম। সেই তালিকায় রাজধানী ঢাকাও রয়েছে।
তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানেরই আরেক শহর করাচি। যার স্কোর ২৩৭ অর্থাৎ সেখানকার বায়ুরমান ‘খুবই অস্বাস্থ্যকর’। এদিকে ২৩৬ স্কোর নিয়ে দূষিত বাতাসে তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। অপরদিকে চতুর্থ অবস্থানে থাকা ভারতের নয়াদিল্লীর স্কোর ২১১।
একিউআই স্কোর ০ থেকে ৫০ ‘পরিচ্ছন্ন বায়ু’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ ‘মাঝারি’ হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থকে ৩০০ হলে সেটি ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অপরদিকে ঝুঁকিপূর্ণ বায়ুরমান ধরা হয় ৩০১ এর ঊর্ধ্বে।
১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘দূষিত বায়ু’ বলা হয়। এই অবস্থায় শিশু, প্রবীণ এবং সকল বয়সী নাগরিককেই বাসায় থাকতে বলা হয়। এই পরিবেশে সবাইকেই অফিস আদালতের কাজ না করতে বলা হয়। ২০১ থেকে ৩০০ এবং এর উর্ধ্বে থাকা একিউআই ‘একদম অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে।



Post Comment