ইস্পাতের চেয়েও শক্ত কাঠ আবিষ্কার

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের কোম্পানি ইনভেন্টউড এমন এক নতুন কাঠজাত উপাদান তৈরি করেছে  যার নাম ‘সুপারউড’। কোম্পানিটি দাবি করেছে, এটি সাধারণ কাঠের তুলনায় ২০ গুণ এবং ইস্পাতের তুলনায় ১০ গুণ বেশি শক্ত।

সুপারউড তৈরি হয়েছে প্রাকৃতিক কাঠকে রাসায়নিকভাবে প্রক্রিয়াজাত ও চাপ প্রয়োগ করে ঘন করে তোলার মাধ্যমে। এর ফলে কাঠের কোষীয় গঠন শক্ত হয় এবং এর ছিদ্রযুক্ত অংশ ভেঙে যায়। এতে এটি ঘন, টেকসই ও দাগ বা আঘাত প্রতিরোধী হয়ে ওঠে। এছাড়া এটি আগুন, পোকামাকড় ও ছত্রাক প্রতিরোধেও সক্ষম।

উদ্ভাবক লিয়াংবিং হু প্রথম ২০১৭ সালে কাঠকে রাসায়নিকভাবে শক্ত করার প্রযুক্তি উদ্ভাবন করেন। বর্তমানে এই প্রযুক্তি বাণিজ্যিকভাবে ব্যবহৃত হচ্ছে ইনভেন্টউডের কারখানায়। কোম্পানিটি এখন সুপারউড দিয়ে ডেক, ক্ল্যাডিং (বাহিরের আবরণ), দেয়ালের প্যানেল, ফ্লোরিং এবং আসবাব তৈরির পরিকল্পনা করছে।

ইনভেন্টউডের প্রধান নির্বাহী অ্যালেক্স লাউ জানিয়েছেন, সুপারউড দেখতে ও আচরণে কাঠের মতোই। তবে এটি অনেক বেশি টেকসই ও শক্তিশালী। এর ব্যবহার ভবনগুলোকে চার গুণ পর্যন্ত হালকা করতে পারে, যা ভূমিকম্প প্রতিরোধেও সহায়ক হবে।

যদিও এর দাম সাধারণ কাঠের চেয়ে বেশি এবং উৎপাদন প্রক্রিয়ায় কিছুটা বেশি কার্বন নিঃসরণ হয়, তবু ইস্পাত তৈরির তুলনায় এর কার্বন নির্গমন প্রায় ৯০ শতাংশ কম। গবেষকেরা মনে করছেন, এই উদ্ভাবন ভবিষ্যতের নির্মাণশিল্পে কাঠকে আরও শক্তিশালী ও পরিবেশবান্ধব বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ