সুবর্ণচরের চরজুবিলী ইউনিয়ন কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত: কৃষকদের উপর জুলম করে আসছিল ফ্যাসিস্টদের দোসররা

আহসান হাবীব স্টাফ রিপোর্টার

তারেক রহমানের নির্দেশক্রমে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেন জাতীয়তাবাদী কৃষকদল। তারই অংশ হিসেবে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৮ জানুয়ারি মঙ্গলবার বিকেলে উপজেলার চরজুবিলী ইউনিয়নের হারিছ চৌধুরি বাজার সংলগ্ন আব্দুল কুদ্দুস মহাজন বাড়ির দরজায় এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ ছোলেমান এর সভাপতিত্বে সেচ্ছাসেবকদলের উপজেলা যুগ্ম আহ্বায়ক রহমত সেলিমের সঞ্চালনায় উক্ত কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা কৃষকদলের আহ্বায়ক ফজলে এলাহি ভিপি পলাশ।
বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃষক দলের সদস্য সচিব জিএস আবব্দুজ্জাহের হারুন,উপজেলা বিএনপির সাংগঠনিক মীর মোহাম্মদ নিজাম উদ্দিন ফারুক,যুগ্ম সম্পাদক সাহাব উদ্দিন স্বপন,যুগ্ম সম্পাদক নুরউদ্দিন শামীম,যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন,চরজুবিলী ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কাশেম,যুবদলের যুগ্ম আহ্বায়ক মহিন উদ্দিন মহিম,ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ হারুনুর রশিদ হারুন, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবদুল আজিজ,উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর চৌধুরী, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ শাহদাত হোসেন,সাধারণ সম্পাদক মোঃ আবদুল মালেক,সৈকত সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তানভির হাছান সৈকত,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মামুন হাসান রোহান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, কৃষকদের অধিকার নিয়ে সবসময় কাজ করে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। বিগত ফ্যাসিস্ট আমলে খেটে খাওয়া কৃষকদের উপর জুলম করে আসছিল ফ্যাসিস্টদের দোসররা। ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা পাপের ফল পেয়েছে।  অনেক ত্যাগের মধ্য দিয়ে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশকে নতুন ভাবে সাজাতে বিএনপির বিকল্প নেই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে দেশ ও মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে।আমরা দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবো। পরিশেষে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে উক্ত কৃষক সমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ