চট্টগ্রামে ছাত্রদল কর্মী হত্যা মামলায় গ্রেফতার ৮

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন এক্সেস রোড বগারবিল এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ছাত্রদল কর্মী মো. সাজ্জাদ (২৫) খুনের ঘটনায় পুলিশ আট জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকালে নগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে তাদের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়। 

এর আগে গত মঙ্গলবার রাতে নিহত সাজ্জাদের বাবা মো. আলম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ ও ৪০ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেন। গ্রেফতারকৃতদের মধ্যে ছয়জন মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেফতারকৃতরা হলেন- সবুজ ইসলাম মিরাজ, সাইদুল ইসলাম, এমরান হোসেন সাগর, জিহান, আমজিদুল ইসলাম সাজু, মোহাম্মদ আরাফাত, মো.ওসমান ও দিদারুল আলম চৌধুরী রাসেল।

এর আগে গত সোমবার দিনগত মধ্যরাত ১টার দিকে ছাত্রদল কর্মী মো. সাজ্জাদ নিহত হয় এবং এ ঘটনায় আহত হন অন্তত ১০ জন। আধিপত্য বিস্তার ও যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যানার টাঙানো নিয়ে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক বলেন, সাজ্জাদ হত্যা মামলায় এজাহারভুক্ত ছয়জনসহ মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বিডি প্রতিদিন/এএম

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ