নোয়াখালীতে কণ্ঠস্বর বক্তা ও মায়ের ওপর হামলা, টাকা ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর থানার পশ্চিম উরির চর এলাকায় বিশিষ্ট কণ্ঠস্বর বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ আকবর হোসেন আল কাদেরী ও তার মা আমেনা খাতুনের ওপর হামলা, মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, মাওলানা আকবর হোসেন দীর্ঘদিন ধরে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কর্মী ও কণ্ঠস্বর বক্তা হিসেবে ওয়াজ মাহফিলে বয়ান করে আসছেন। স্থানীয় যুবক ইউছুপ তার ওয়াজ মাহফিলের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। পরে ইউছুপ নিজেই আকবর হোসেনকে জানান, এসব ভিডিও থেকে তিনি প্রায় *১ লাখ ২৫ হাজার টাকা* আয় করেছেন। তবে মসজিদ নির্মাণের কাজে ২৫ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তিনি তা আর দেননি।

অভিযোগে বলা হয়, সর্বশেষ গত ৫ সেপ্টেম্বর রাত ৯টার দিকে ইউছুপসহ বাবুল (৫০), আবদুর রহিম (৬০), চৌধুরী (৫০) এবং অজ্ঞাত আরও কয়েকজন আকবর হোসেনের ওপর অতর্কিতে হামলা চালায়। তারা এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে পেটানোর পাশাপাশি তার কাছ থেকে মসজিদের কাজে রাখা নগদ ৪০ হাজার টাকা ও ব্যক্তিগত ৭ হাজার ৩৩০ টাকা*সহ মোট *৪৭ হাজার টাকার বেশি ছিনিয়ে নেয়।

ঘটনাস্থলে বাদীর মা আমেনা খাতুন এগিয়ে এলে তাকেও মারধর করা হয় এবং তার পরিধেয় বোরকা ছিঁড়ে ফেলা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করলে পুলিশও ঘটনাস্থলে পৌঁছে তাদের রক্ষা করে। বর্তমানে তারা পল্লী চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন।

চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বাদী ও তার মায়ের জামা-কাপড় ছিঁড়ে ফেলার বিষয়ও অভিযোগে উল্লেখ আছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ