নোয়াখালীতে যুবকের ওপর হামলা, টাকা ও মোটরসাইকেল ছিনতাই
নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মোঃ আজগর (২২) নামে এক যুবকের ওপর হামলা চালিয়ে তার কাছ থেকে প্রায় ৯ হাজার ৫৫০ টাকা ও একটি মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আজগর চরজব্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১৮ আগস্ট ২০২৫) সকাল আনুমানিক ১০টার দিকে চরজব্বর থানাধীন ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের চর তোরাব আলী গ্রামের মমতাজ খালী বাজারের জামাল মেম্বারের মাছের আড়তের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আজগর জানান, প্রায় এক মাস আগে তিনি কিস্তিতে একটি হোন্ডা ব্র্যান্ডের ১১০ সিসি মোটরসাইকেল ক্রয় করে জীবিকা নির্বাহের জন্য ভাড়ায় চালিয়ে আসছিলেন। ঘটনার দিন স্থানীয় মোঃ নিহাদ এর চার বাস্কেট মাছ, আজগর কোম্পানীগঞ্জ বাবনী বাজারে বিক্রি করে ৮ হাজার ৬২০ টাকা নিয়ে এলাকায় ফেরেন। ওই সময় তিনি মোটরসাইকেলটি দাঁড় করালে ১নং আসামি মোঃ আরিফ (২৪) হঠাৎ এসে মোটরসাইকেলের চাবি নিয়ে নেয়।
প্রতিবাদ করায় আরিফ তার পিতা আবুল কাশেম (৫০) ও ভাই আবদুল আলিমকে (৩৫) ডেকে এনে একযোগে আজগরের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে কিল-ঘুষি ও লাথি মেরে মারাত্মকভাবে আহত করে। তার শরীরে নীলাফুলা ও রক্তাক্ত জখম হয়।
এ সময় তার লুঙ্গিতে রাখা মাছ বিক্রির টাকা ৮,৬২০ টাকা এবং ব্যক্তিগত ৯৩০ টাকা— সর্বমোট ৯,৫৫০ টাকা ১ ও ৩নং আসামি ছিনিয়ে নেয়। পাশাপাশি তিন আসামি মিলে জোরপূর্বক তার মোটরসাইকেলটিও নিয়ে যায়। ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
পরে স্থানীয়রা আহত আজগরকে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকের রেজিস্টারে তার নাম নথিভুক্ত করা হয়েছে (রেজিঃ নং- ১১৭৭/০৫, তারিখ- ১৮/০৮/২০২৫)।
এ বিষয়ে আজগর জানান, আসামিরা এলাকায় প্রভাবশালী হওয়ায় সাধারণ কেউ সাক্ষী দিতে সাহস করছে না। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন।
ভুক্তভোগীর দায়েরকৃত অভিযোগে আসামি করা হয়েছে—
১। মোঃ আরিফ (২৪), পিতা- আবুল কাশেম,
২। আবুল কাশেম (৫০), পিতা- আবদুল আজিজ,
৩। আবদুল আলিম (৩৫), পিতা- আবুল কাশেম;
তারা সকলেই চর তোরাব আলী গ্রামের বাসিন্দা।
চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



Post Comment