বিভাগ ভিত্তিক রোলার স্কেটিং প্রতিযোগিতা আজ
তারুণ্যের উৎসব উপলক্ষে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজ অনুষ্ঠিত হবে বিভাগ ভিত্তিক রোলার স্কেটিং প্রতিযোগিতা।
রাজধানীর ধানমন্ডির রিয়া গোপ মহিলা কমপ্লেক্সের ইনডোরে প্রতিযোগিতাটির আয়োজন করা হয়েছে। সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেলে প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক-ক্রীড়া (উপসচিব) মোহাম্মদ আমিনুল এহসান।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান। প্রতিযোগিতায় ৯টি গ্রুপে ১১৮ প্রতিযোগী অংশগ্রহণ করছে।
সূত্র: বাসস



Post Comment