সালমান খানকে নিষিদ্ধের বিষয়ে মুখ খুলল পাকিস্তান সরকার
সম্প্রতি বলিউড অভিনেতা সালমান খানকে ‘সন্ত্রাসবাদী’ তালিকাভুক্ত করে পাকিস্তানে নিষিদ্ধের খবর প্রকাশিত হয় সংবাদমাধ্যমে। এবার বিষয়টি নিয়ে এক বিবৃতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করল পাকিস্তান সরকার।
পাকিস্তান-বেলুচিস্তান বিতর্ক বহুদিনের। বেলুচিস্তান স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি চায়। কিন্তু পাকিস্তান সরকারের দাবি, তাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বেলুচিস্তান।
সম্প্রতি সৌদি আরবের রিয়াদে গিয়ে এক অনুষ্ঠানে সালমান বলেছিলেন, হিন্দি ছবি তৈরি করে সৌদি আরবে মুক্তি দিলে সেটা সফল হবেই। এমনকি তামিল, তেলুগু, মালয়ালম সিনেমাও শতকোটি রুপির ব্যবসা করবে। কারণ, ভিন্ন ভিন্ন দেশ থেকে মানুষ এখানে এসে থাকেন। যেমন বেলুচিস্তানের মানুষ থাকেন, আফগানিস্তানের মানুষ থাকেন, পাকিস্তানের মানুষ থাকেন। সকল দেশের মানুষ এখানে কাজ করছেন।
সালমানের এ মন্তব্য ঘিরেই শুরু হয় আলোচনা-সমালোচনা। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি অভিনেতা।



Post Comment