রাজশাহীতে রেললাইনে ভাঙন, আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
রাজশাহীর নন্দনগাছীতে রেললাইন ভেঙে যাওয়ায় সারাদেশের সঙ্গে ট্রেন চলাচল স্থবির হয়ে পড়ে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নন্দনগাছীর বালুদিয়াড় মাদ্রাসা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। তবে আড়াই ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে।
রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, রেললাইন ভাঙ্গা শোনার পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। এরপর শুরু হয় লাইন মেরামতের কাজ। প্রায় আড়াই ঘণ্টা পর লাইন মেরামত হলে ট্রেন চালু হয়।
তিনি আরও বলেন, রেললাইন ভাঙা থাকায় রাজশাহী থেকে ঢাকাগামী ধুমকেতু, খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ছিল। লাইন মেরামতের এসব ট্রেন আবারও চালু হয়।



Post Comment