ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে বাম প্রগতিশীলদের প্রার্থী হচ্ছেন মহিনউদ্দিন চৌধুরী লিটন

নিজস্ব প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে বাম প্রগতিশীলদের প্রার্থী হচ্ছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় কমিটির সদস্য জননেতা মহিনউদ্দিন চৌধুরী লিটন। 

তিনি স্কুলে পড়াকালীন বামপন্থী ছাত্র রাজনীতিতে যুক্ত হন। পরবর্তিতে বাসদ এর ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র কেন্দ্রের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন।

কেন্দ্রীয় ছাত্র রাজনীতি করা অবস্থায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামছুর নাহার হলের আন্দোলনে কেন্দ্রীয় ২২ ছাত্রনেতার সাথে রাষ্ট্রীয় মিথ্যা মামলা আসামী হন।

ছাত্র রাজনীতি শেষে মহিনউদ্দিন চৌধুরী লিটন পার্টির সাথে যুক্ত হয়ে সক্রিয় রাজনীতি করছেন। কেন্দ্রীয় পর্যায়ে বামপন্থী সকল রাজনৈতিক কর্মসূচিতে তিনি সংক্রিয় অংশগ্রহণ করে আসছেন।

রাজনীতির পাশাপাশি তিনি জাতীয় দৈনিক বাঙলার জাগরণ এবং নোয়াখালী থেকে প্রকাশিত দৈনিক নোয়াখালীর কথা’র প্রকাশক এবং সম্পাদক। 

এছাড়া তিনি ঢাকা, নোয়াখালীসহ দেশের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত থেকে সমাজ বদলসহ সাধারণ জনগণের জীবন-মান উন্নয়নে সচেষ্ট ভূমিকা রেখে চলেছেন। 

এছাড়া জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য মহিনউদ্দিন চৌধুরী লিটন।

তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে বাম প্রগতিশীলদের পক্ষে সংসদ সদস্য প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

মহিনউদ্দিন চৌধুরী লিটন এমএসএস (রাষ্ট্রবিজ্ঞান) স্নাতকোত্তর। ব্যক্তি জীবনে তিনি স্ত্রী এবং দুই ছেলেসহ ঢাকায় বসবাস করেন।a

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ