টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব সুমনকে সংবর্ধনা দিয়েছে মোহাম্মদপুর ছাত্রদল

রাশেদুল ইসলাম

নোয়াখালীর সুবর্ণচরের ৮ নং মোহাম্মদপুর ইউনিয়নের কৃতি সন্তান আলা উদ্দিন সুমন টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব নির্বাচিত হওয়ায় ৮ নং মোহাম্মদপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (১ নভেম্বর) বিকালে উপজেলার ৮ নং মোহাম্মদপুর ইউনিয়নের চরক্লার্ক উচ্চ বিদ্যালয় হলরুমে ছাত্রদল নেতা মিজানুর রহমান সুমনের সঞ্চালনায় ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ বিজয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ৮ নং মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম আজাদ, চরক্লার্ক উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি এডভোকেট এনাম হোসেন মঞ্জু, সাবেক ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মহিব উল্যাহ বাবুল, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক নুর হোসেন বাবু, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দিদারুল আলম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কেফায়েত উল্যাহ, ৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি সাহাব উদ্দিন সর্দার, ওয়ার্ড যুবদল সভাপতি মাইন উদ্দীন, যুবদল নেতা নুর আহম্মেদ সুমন, সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, “আলা উদ্দিন সুমনের মতো শিক্ষিত ও মেধাবী তরুণরা ছাত্রদলকে আরও এগিয়ে নিয়ে যাবে। তার মতো তরুণ নেতৃত্বই ভবিষ্যতে দলের শক্তিশালী সংগঠন গড়ে তুলতে ভূমিকা রাখবে।”

আরেক বক্তা বলেন, “সুমন দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সততা, মেধা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই তাকে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।”

বক্তারা আরও বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বৈরাচারের বিরুদ্ধে চলমান আন্দোলনে ছাত্রদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে। আমরা বিশ্বাস করি, সুমনের নেতৃত্বে টঙ্গী সরকারি কলেজ ছাত্রদল আরও শক্তিশালী সংগঠনে পরিণত হবে।”

অনুষ্ঠানের শেষে উপস্থিত নেতৃবৃন্দ আলা উদ্দিন সুমনকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ