কুককুরুত সেলিম থেকে জাতীয় নাটকে—নতুন সাফল্যের গল্প আবু তালেব মাসুদের

বিনোদন ডেস্ক:

কমেডি ভিডিও নির্মাণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসা কুককুরুত সেলিম, যার প্রকৃত নাম আবু তালেব মাসুদ—আজ তিনি নিয়মিত মুখ জাতীয় নাটকে। তার অভিনয় যাত্রার পেছনে রয়েছে এক অসাধারণ গল্প, যা প্রমাণ করে যে প্রতিভা ও পরিশ্রম একসঙ্গে চললে সাফল্য অনিবার্য।

এই প্রতিভাবান তরুণের প্রতি নজর পড়ে খ্যাতিমান নির্মাতা মহিন খানের। তিনি ‘কিপ্টে ফ্যামিলি ৪’ নাটকে অভিনয়ের সুযোগ করে দেন আবু তালেব মাসুদকে। সেখান থেকেই শুরু তার পেশাদার অভিনয় জীবন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক জাতীয় নাটকে অভিনয় করে যাচ্ছেন তিনি।

সম্প্রতি তিনি স্ক্রিন শেয়ার করেছেন জনপ্রিয় অভিনেতা হারুন রশিদ বান্টির সঙ্গে। নতুন এই নাটকে তাদের যুগল অভিনয় দর্শকদের মাঝে আগ্রহ তৈরি করেছে। এই অভিজ্ঞতা নিয়ে আবু তালেব মাসুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট করেন।

পোস্টে তিনি লেখেন,

> “ভাইয়া অনেক সিনিয়র আর্টিস্ট। কাজের ক্ষেত্রে যত বেশি ফ্রী হওয়া যায়, তত বেশি কাজের গতি ও সৃজনশীলতা বজায় থাকে। একটা নাটক এমনি এমনি পূর্ণতা পায় না—তার পেছনে থাকে কঠোর পরিশ্রম, পারস্পরিক বোঝাপড়া এবং সম্মিলিত প্রচেষ্টা।…”

তিনি আরও জানান, হারুন রশিদ বান্টির আন্তরিকতা, বিনয়ী মনোভাব এবং সহযোগিতাপূর্ণ আচরণ তাকে মুগ্ধ করেছে। প্রথমবার একসঙ্গে কাজ হলেও, তাদের বোঝাপড়ার দৃশ্যপট দেখে কেউ বুঝবে না এটি তাদের প্রথম সাক্ষাৎ ও প্রথম অভিনয়।

শেষে আবু তালেব মাসুদ লেখেন,

> “এই কাজের অভিজ্ঞতা আমার মনে গেঁথে থাকবে বহুদিন। আল্লাহ আপনাকে ভালো রাখুক ভাইয়া।”

নতুন এই নাটকের নাম ও সম্প্রচারের সময় এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে এই জুটি নিয়ে ইতি মধ্যেই ভক্ত-অনুরাগীদের মধ্যে আগ্রহ তুঙ্গে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ