পেটের তীব্র ব্যথায় হাসপাতালে ভর্তি সুবর্ণ নাট্যদলের সোহাগ আহম্মদ

ঢাকা, ২০ মে ২০২৫:
সুবর্ণ নাট্যদলের সাধারণ সম্পাদক ও জনপ্রিয় অভিনেতা সোহাগ আহম্মদ হঠাৎ করেই শারীরিকভাবে অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ১৫ মে কর্মস্থলে কাজের ফাঁকে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি এবং তীব্র পেটে ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি হাসপাতালের ‘সি ব্লক’-এর একটি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শরীরের অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন। প্রাথমিক পরীক্ষায় তাঁর লিভারে সমস্যা ধরা পড়ে, পাশাপাশি ঠাণ্ডাজনিত জটিলতা, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসও রয়েছে বলে জানানো হয়েছে।

সোহাগ আহম্মদের পিতা তাঁর পাশে থেকে সার্বক্ষণিক দেখভাল করছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত সুস্থ হয়ে তিনি আবার তাহার কর্মস্থল ও পর্দায় ফিরে আসার প্রত্যাশা করছেন। এই অভিনেতা দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া চেয়েছেন।

সোহাগ আহম্মদ ২০১৩ সালে ‘‘সুবর্ণ নাট্যদলে’’ যোগ দেন এবং ধীরে ধীরে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের ভালোবাসা অর্জন করেন। সর্বশেষ তাঁকে দেখা গেছে আলোচিত ধারাবাহিক নাটক ‘হিসেবী কিপটে’-তে।

তাঁর হঠাৎ অসুস্থতার খবরে সহকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন।

নির্মাতা জিসান রহমান বলেন,
“সোহাগ শুধু একজন ভালো অভিনেতাই নন, একজন দারুণ মানুষও। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।”

অভিনেতা আহসান হাবিব বলেন,
“সোহাগের অভিনয় সবসময় বাস্তবধর্মী। এমন একজন প্রতিভাবান অভিনেতাকে আমরা দ্রুত পর্দায় ফিরে পেতে চাই।”

অভিনেত্রী রুপা আক্তার বলেন,
“সোহাগ ভাইয়ের মতো বন্ধুবৎসল মানুষ কম দেখা যায়। শুনে খুব খারাপ লাগছে, আমরা সবাই তাঁর জন্য দোয়া করছি।”

পেশাগত ব্যস্ততার কারণে তাঁকে নিয়মিত নাটকে না দেখা গেলেও, তাঁর অভিনয় দর্শকের হৃদয়ে দাগ কাটে প্রতিবারই। সুস্থ হয়ে খুব শিগগিরই তিনি আবারও দর্শকদের সামনে ফিরে আসবেন—এই প্রত্যাশায় নাট্যাঙ্গনের সবাই।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ