নোয়াখালী জেনারেল হাসপাতালে চুরির ঘটনা, রোগীর স্বজনদের তৎপরতায় চোর হাতেনাতে আটক

🗓 নোয়াখালী প্রতিনিধি | ১৬ জুন ২০২৫

নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ১১ নম্বর ওয়ার্ডে গভীর রাতে চুরির সময় এক চোরকে হাতেনাতে ধরে ফেলে রোগীর স্বজনরা। নিয়মিত চুরির ঘটনার মধ্যে এই ঘটনাটি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাকে আবারও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ১৬ জুন রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ১১ নম্বর ওয়ার্ডের ৮ নম্বর বেডের রোগী আবদুল সাত্তারের মেয়ে, যিনি পাশের ৯ নম্বর বেডে ঘুমিয়ে থাকা সুমাইয়া (৩০)(প্রবাসীর স্ত্রী), এক অচেনা ব্যক্তি তাদের পাশে বসে গোপনে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি করার চেষ্টা করছে।

রোগীর স্ত্রী, সুমাইয়ার মাতা, যিনি পাশেই ছিলেন, মৃদু আলোতে বিষয়টি লক্ষ্য করে চোরকে জিজ্ঞাসা করলে সে তৎক্ষণাৎ উঠে দৌড়ে পালানোর চেষ্টা করে। চিৎকার শুনে ৩ নম্বর বেডের রোগী দুলাল নাথ এর ছেলে নয়ন নাথ সাহসিকতার সঙ্গে তার পিছু নিয়ে তৃতীয় তলায় গিয়ে অপর এক রোগীর বেডের পাশে বসা অবস্থায় তাকে আটক করতে সক্ষম হন।

চোরটিকে কেউ চিনতে পারেনি এবং জিজ্ঞাসাবাদে তার বক্তব্যে অসংগতি দেখা যায়। পরে সুধারাম থানা পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।

এই ঘটনার পর ওয়ার্ডজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগী ও স্বজনরা জানান, হাসপাতালে প্রায়শই চুরির ঘটনা ঘটছে, কিন্তু কর্তৃপক্ষের নজরদারির অভাবে তা রোধ করা যাচ্ছে না।

এক স্বজন বলেন,
“হাসপাতাল একটি সংবেদনশীল জায়গা। রোগী যেমন দুর্বল থাকে, তেমনি স্বজনরাও টানা জেগে থাকেন। এমন পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় ভোগা খুবই দুঃখজনক।”

এদিকে একই ওয়ার্ডের ৪ নম্বর বেডে ভর্তি আছেন জনপ্রিয় নির্মাতা জিসান রহমানের পিতা।
জিসান রহমান বলেন,
বিগত ৫ দিন ধরে আমি আমার অসুস্থ বাবাকে নিয়ে হাসপাতালে রাত কাটাচ্ছি, কিন্তু একটি রাতও শান্তিতে ঘুমাতে পারিনি—চোরের আতঙ্ক আমাদের চোখে ঘুম আনতে দেয় না।

স্থানীয়রা ও স্বজনরা কর্তৃপক্ষের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, বারবার এমন ঘটনা ঘটলেও কোনো স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা গড়ে ওঠেনি। দ্রুত হাসপাতালের নিরাপত্তা জোরদার এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

👉 উল্লেখ্য, নোয়াখালী জেনারেল হাসপাতালে চুরি, অব্যবস্থা ও নানা অনিয়ম নিয়ে আগেও একাধিকবার অভিযোগ উঠেছে, যা গোটা জেলা স্বাস্থ্যসেবার মান নিয়েও প্রশ্ন তোলে।


 

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ